19710

01/27/2026 এবার রাজধানীর গাউসুল আজম মার্কেটে অগ্নিকাণ্ড

এবার রাজধানীর গাউসুল আজম মার্কেটে অগ্নিকাণ্ড

রাজটাইমস ডেস্ক:

২ মার্চ ২০২৪ ২০:১০

রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। পরে বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এই তথ্য জানান। এর আগে বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস।

এরশাদ হোসেন জানান, নিউমার্কেট গাউসুল আজম মার্কেটের একটি দোকানে অগ্নিকাণ্ডের সংবাদে ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়। এরপর তাদের প্রচেষ্টায় ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]