04/21/2025 রাখাইনে পরাজিত হওয়ার পথে সরকারি বাহিনী!
রাজ টাইমস ডেস্ক :
২ মার্চ ২০২৪ ২১:১৯
মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে পরাজয়ের খুব কাছাকাটি রয়েছে সরকারি জান্তা বাহিনী।
আরাকান আর্মির এমন দাবির কথা শনিবার (২ মার্চ) জানিয়েছে থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারভিত্তিক গণমাধ্যম দ্য ইরাবতি।
খবরে প্রকাশ, আরাকান আর্মি জানিয়েছে, তারা রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছের শহর পুন্নাগুনে জান্তা বাহিনীর হেডকোয়ার্টার দখলের কাছাকাছি রয়েছে।
আরাকান আর্মি গত ২৩ ফেব্রুয়ারি থেকে পুন্নাগুনে আক্রমণ চালিয়ে আসছে। এ শহরটি কেন্দ্রীয় রাজধানী ইয়াঙ্গুন আর আরাকানের রাজধানীর সিত্তের সংযোগ সড়কে অবস্থিত। এখানে বেশ শক্তি সঞ্চার করে আছে জান্তা বাহিনী।
বুধবার আরাকান আর্মি জানিয়েছে, তারা রাজ্যের রাজধানী সিত্তে থেকে পুন্নাগুনে সামরিক সরঞ্জামাদি সরবরাহ অবরুদ্ধ করে রেখেছে। তারা সিত্তে শহরের উপকণ্ঠে একটি গ্রামে জান্তা বাহিনীর দুটি সশস্ত্র যান ধ্বংস করে দিয়েছে।
তারা জান্তা বাহিনীর বিরুদ্ধে বৃহস্পতিবার আক্রমণ বাড়িয়েছে। এর প্রতিউত্তরে জান্তা বাহিনীও প্রচণ্ড বিমান হামলা এবং গুলি চালিয়েছে। এতে একটি বাজারে ১২ সাধারণ নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৮০ জন।
শুক্রবার আরাকান আর্মি বলেছে, ‘পুরো ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স এখন প্রায় আমাদের নাগালের বাইরে।’
গত বৃহস্পতিবার পান্নাগুন শহর থানার নিয়ন্ত্রণ নিয়ে নেয় আরাকান আর্মি।
গত মাসে আরাকান আর্মি সিত্তে মিলিটারি কমান্ডকে আত্মসমর্পণের আহ্বান জানায়। বর্তমানে শহরের বাসিন্দা ও জান্তা সরকারের কর্মকর্তাসহ প্রায় অর্ধেক শহরটি ছেড়ে চলে গেছে।
এদিকে, আরাকান আর্মি সম্প্রতি সিত্তের কাছের শহর পাকতোয়ার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।
তবে, ইরাবতি জানিয়েছে তারা স্বতন্ত্রভাবে আরাকান আর্মির সকল দাবির তদন্ত করতে পারেনি।
আরাকান আর্মি গত ১৩ নভেম্বর থেকে রাখাইন রাজ্যে অভিযান জোরদার করে। এ সময় তারা জান্তা বাহিনীর ১৭০টিরও বেশি দুর্গ নিয়ন্ত্রণে নেয়। নিয়ন্ত্রণ গ্রহণ করে রাখাই রাজ্য ও পার্শ্ববর্তী সিন রাজ্যের ৯টি শহরের।
সূত্র : দ্য ইরাবতি