04/16/2025 গোদাগাড়ীতে সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত
রাজটাইমস ডেস্ক
১৯ নভেম্বর ২০২০ ২২:২৪
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পালিত হল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে “প্রশিক্ষন পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবিলায় আনবে গতি” স্লোগানে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
এ সময় সিভিল ডিফেন্স সপ্তাহ পালন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন ষ্টেশন অফিসার মোঃ আতাউর রহমান। সভায় আরও অন্যান্য সদস্যবৃন্দরা এই সময় উপস্থিত ছিলেন।