19748

05/17/2024 সকাল থেকে বৃষ্টি, ১৩ জেলায় ঝড়ের আভাস

সকাল থেকে বৃষ্টি, ১৩ জেলায় ঝড়ের আভাস

রাজ টাইমস ডেস্ক :

৪ মার্চ ২০২৪ ১১:০৫

রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা। সকাল আটটার কিছু আগে নগরীর বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। যদিও বৃষ্টি বেশিক্ষণ থাকেনি।

সোমবার (৪ মার্চ) ভোর পাঁচটার দিকে প্রকাশিত এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর বার্তা দেওয়া হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, বৃষ্টির পূর্বাভাস আগে থেকেই ছিল। দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা আকাশ মেঘলা থাকতে পারে। রাজধানীতে আরও খানিকটা বৃষ্টি হবে এবং অন্তত দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]