04/21/2025 যুদ্ধবিরতির আলোচনার মাঝেই গাজায় চলছে ইসরাইলের তাণ্ডব
রাজ টাইমস ডেস্ক :
৫ মার্চ ২০২৪ ১০:০৫
যুদ্ধবিরতির আলোচনার মাঝেই অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা জোরদার করেছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় খান ইউনিসের হাসপাতালসহ উত্তরাঞ্চলে দখলদারদের বোমাবর্ষণে বিপুল প্রাণহানির ঘটনা ঘটেছে।
এদিকে, ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটিতে ক্রমেই বেড়ে চলেছে ক্ষুধায় শিশু মৃত্যুর ঘটনা। আশংকাজনক হারে বেড়েছে সংক্রামক রোগের প্রকোপ।
যুদ্ধের পাঁচ মাস হতে চললেও ইসরাইলের আগ্রাসন কমার কোনো নাম নেই। বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে সময়ের সাথে ক্রমেই বাড়ছে হামলার মাত্রা।
মিশরে যুদ্ধবিরতির আলোচনার মাঝেই উপত্যকাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ করেছে দখলদার সেনারা। গেল ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চল, গাজা শহর, খান ইউনিসের চিকিৎসাকেন্দ্র ও আবাসিক ভবনে হামলায় বহু প্রাণহানির ঘটনাও ঘটেছে।
শুধু হামলা-আগ্রাসন নয়, ক্ষুধার যন্ত্রাণায় ক্রমেই দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকা। হাসপাতালগুলোতে অসুস্থ শিশুদের ভিড়, বিশুদ্ধ পানি এবং খাবারের অভাবে আশংকাজনকহারে ছড়াচ্ছে সংক্রামক রোগ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উপত্যকার অন্তত ১০ লাখ বাসিন্দা বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত। এ পরিস্থিতিতে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের।
এদিকে, অসহায় গাজাবাসীকে আরও ত্রাণ সরবরাহের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের পর গাজায় খাবার ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বেলজিয়ামও।
গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলের তাণ্ডব। রাতভর সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয়েছে ৫৫ জন।