19823

03/16/2025 ঈদুল ফিতর ও রমজানে ইবিতে ৩৮ দিনের ছুটি

ঈদুল ফিতর ও রমজানে ইবিতে ৩৮ দিনের ছুটি

ইবি প্রতিনিধি:

৬ মার্চ ২০২৪ ২০:৪৫

ঈদুল ফিতর ও পবিত্র রমজান উপলক্ষ্যে আগামী ১১ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৩৮ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

সোমবার (৪ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানা যায়।

নোটিশে বলা হয়, আগামী ১১ মার্চ (সোমবার) থেকে আগামী ১৭ এপ্রিল (বুধবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে এই সময়ে কোন বিভাগ পরীক্ষা গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ীর ব্যবস্থা গ্রহণ করবে।

রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, রমজানের অফিস সময়সূচি এখনো ঠিক করা হয়নি। আমরা কর্তৃপক্ষের সাথে বসে অফিসের সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নিবো। তবে অফিস ছুটির বিষয়টি ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]