03/16/2025 পুরান ঢাকার জুতার কারখানায় আগুন
রাজটাইমস ডেস্ক
২০ নভেম্বর ২০২০ ০১:৫৮
রাজধানীর পুরান ঢাকার একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নাজিরাবাজারে অবস্থিত এক জুতার কারখানায় এই ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।
অগ্নিকান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ।
ডিউটি অফিসার এরশাদ জানান, ৬টা ২৫ মিনিটে জুতার কারাখানায় আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
এখন পর্যন্ত আগুনের সূত্রপাত এবং হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।