1985

05/20/2024 কবি আহমদ বাসির'র স্মরণে শোকসভা

কবি আহমদ বাসির'র স্মরণে শোকসভা

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০২০ ০৩:৪৯

পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহীর আয়োজনে পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে কবি আহমদ বাসির স্মরণে শোকসভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পরিচয় সংস্কৃতি সংসদের সভপতি কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন কথাশিল্পী নাজিব ওয়াদুদ, কথাশিল্পী দেওয়ান মোহাম্মদ শামসুজ্জামান, কবি খুরশীদ আলম বাবু, কবি সায়ীদ আবুবকর, কবি ফজলুল হক তুহিন, গল্পকার মনির বেলাল প্রমুখ।

বক্তাগণ বলেন, আহমদ বাসির একজন নিবেদিত সাহিত্যিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক যোদ্ধা ছিলেন। তারুণ্যের উচ্ছ্বলতাকে অবলম্বন করে ক্ষুধা দারিদ্র্যের সংকট মাড়িয়ে নতুন দিনের স্বপ্ন আঁকতেন তিনি। কবিতা, ছড়া, প্রবন্ধ, কথাসাহিত্য, গানসহ সাহিত্যের সব শাখাতেই সরব বিচরণ ছিলো তাঁর। সম্পাদনাতেও তিনি দক্ষতা এবং বিচক্ষণতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। লেখকসত্তা ছাড়াও বাচিক শিল্পী, সাংবাদিক, উপস্থাপক এবং সংগঠক ছিলেন।

আহমদ বাসির অভাব অনটনে দিন কাটালেও ব্যক্তিত্বকে বিসর্জন দেননি তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ একজন স্বপ্নবাজ তরুণ বুদ্ধিজীবীকে হারালো। তাঁর অভাব পূরণ হবার নয়। তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সহৃদয় ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠান শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]