19851

03/14/2025 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক অপ্যায়ন ব্যয় কোটি টাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক অপ্যায়ন ব্যয় কোটি টাকা

রাজটাইমস ডেস্ক:

৭ মার্চ ২০২৪ ২২:৫৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের হোটেলে অবস্থান, আপ্যায়নসহ বিভিন্ন খাতে ৯৮ লাখ ৬১ হাজার ৭৫৫ টাকা ব্যয় করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অর্থের জোগান দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় সেল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সেলের সিনিয়র সহকারী সচিব মারজান বেগমের পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে অবস্থান করা বিদেশি নির্বাচন পর্যবেক্ষক দলের হোটেলে অবস্থান, আতিথেয়তা, আপ্যায়ন, কন্ট্রোল ও ব্রিফিং রুম স্থাপন এবং যাতায়াতসহ অন্যান্য কার্যক্রমে মোট ৯৮ লাখ ৬১ হাজার ৭৫৫ টাকা ব্যয় করা হয়েছে। তার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান ও আতিথেয়তায় ব্যয় ৭ লাখ ৯৫ হাজার ৯৭৪ টাকা। হোটেলে কন্ট্রোল রুম, ব্রিফিং রুম ও মিডিয়া রুম, খাবারে ব্যয় ১৫ লাখ ১৪ হাজার ৪২৪ টাকা ও হোটেল থেকে আগত অতিথিদের এয়ারপোর্টের বলাকা লাউঞ্জে খাবার সরবরাহে ব্যয় হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৬৫ টাকা। পর্যবেক্ষকদের যাতায়াতের জন্য দুটি গাড়ি ভাড়া বাবদ ৪১ লাখ ৩৪ হাজার ৩১৩ টাকা, স্থানীয় বিমানভাড়া চলাচল বাবদ ৫৬ হাজার ৩৯০ টাকা ও অন্যান্য খাতে ৩ লাখ ১৭ হাজার ৮৮১ টাকা ব্যয় হয়েছে।

অন্যদিকে পর্যবেক্ষকদের সহায়তার জন্য গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি জনপ্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭২ জন কর্মকর্তার খাবার সরবরাহ, প্রশিক্ষণ, আন্তমন্ত্রণালয়ের সভা ও আপ্যায়ন ব্যয় ২২ লাখ ৫০ হাজার ১০৮ টাকা। ৭২ জন স্বেচ্ছাসেবকের সম্মানী ৬ লাখ ১২ হাজার টাকা। এ বিষয়ে ভোটের আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি সাংবাদিক ও বিভিন্ন সংস্থার ১৬৮ জন পর্যবেক্ষক এসেছিল। এদের মধ্যে ইসির আমন্ত্রিত ছিলেন ১৯ জন, যাদের ব্যয় সংস্থাটির বহন করার কথা ছিল। তবে মন্ত্রণালয় ৪০ জনের মতো পর্যবেক্ষকদের পেছনে ব্যয়ের টাকা চেয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ বিষয়ে বলেছেন, মন্ত্রণালয় থেকে একটি হিসাব দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে শুধু আমন্ত্রিত অতিথিদের ব্যয় বহন করার সিদ্ধান্ত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]