19874

05/11/2024 কুমিল্লা ভোটকেন্দ্রের পাশে গোলাগুলি, আহত ২

কুমিল্লা ভোটকেন্দ্রের পাশে গোলাগুলি, আহত ২

রাজটাইমস ডেস্ক:

৯ মার্চ ২০২৪ ১৬:০৪

কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে একটি ভোটকেন্দ্রের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ডের মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০টার দিকে মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে জহিরুল আহমেদ ও তুহিন নামে ঘোড়া প্রতীকের দুই সমর্থককে গুলি করে মহানগর ছাত্রলীগ নেতা সুমন। পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়া হয়।

আহত জহিরুল বলেন, ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকলে বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুমন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করে।

প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাইরে ঘটেছে। তবে আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।

রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদর দক্ষিণ থানার ওসি আলমগীর হোসেন জানান, কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]