04/21/2025 রমজানে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন কঠিন হবে: বাইডেন
রাজ টাইমস ডেস্ক :
৯ মার্চ ২০২৪ ১৬:৩৮
গাজায় যুদ্ধবিরতির জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে গতকাল শুক্রবার (৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, রমজানে এ চুক্তি বাস্তবায়ন কঠিন হবে। খবর আরব নিউজ।
গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, রমজানে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন হবে। তবে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে রমজানে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা আরো জোরদার করা হবে।
পূর্ব জেরুজালেমে চলমান সহিংসতা নিয়েও এ সময় উদ্বেগ প্রকাশ করেন তিনি।
গত মাস থেকে গাজায় যুদ্ধবিরতির জোর চেষ্টা চালালেও উপত্যকাটিতে ইসরায়েলি হামলা চলমান রয়েছে। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নারী ও শিশুরা।
গতকাল নারী দিবসে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, অপুষ্টি ও পানিশূন্যতায় মৃত্যুঝুঁকিতে রয়েছে গাজার অন্তত ৬০ হাজার গর্ভবতী নারী। এ অবস্থার মধ্যেই গড়ে প্রতি মাসে ৫ হাজার নারী সন্তান প্রসব করছেন।
গত বছরের ৭ অক্টোবর পর গাজায় ইসরায়েলের হামলায় ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭২ হাজার ৪০২ জন।