19891

05/12/2024 কোকা-কোলার পরিবর্তে উৎপাদন হচ্ছে প্যালেস্টাইন কোলা

কোকা-কোলার পরিবর্তে উৎপাদন হচ্ছে প্যালেস্টাইন কোলা

রাজটাইমস ডেস্ক:

৯ মার্চ ২০২৪ ২০:০৭

গত অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরু হলে বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সুইডেনের মালমো শহরে ‘প্যালেস্টাইন কোলা’ নামে কোমল পানীয় উৎপাদন শুরু করেছেন দুই ফিলিস্তিনি ভাই। মূলত কোকা-কোলা ও পেপসির বিকল্প হিসেবে মানুষের সামনে এই কোমল পানীয় নিয়ে এসেছেন তারা। খবর মিডল ইস্ট মনিটরের।

সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানানো এমন বেশ কয়েকটি পেজ থেকে দুই ভাইয়ের প্যালেস্টাইন কোলা তৈরির ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এই কোমল পানীয় তৈরি করছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজারের বেশি আহত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]