19902

05/17/2024 ২৮ বছর পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’, মুকুট জিতলেন পিসকোভা

২৮ বছর পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’, মুকুট জিতলেন পিসকোভা

রাজ টাইমস ডেস্ক :

১০ মার্চ ২০২৪ ১৫:৪৮

ভারতে দীর্ঘ ২৮ বছর বিরতির পর অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’ প্রতিযোগিতার মুকুট জিতেছেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা। মুম্বাইয়ে শনিবার (৯ মার্চ) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা শুরু হয়।

সেখানে এবারের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী পিসকোভাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী পোল্যান্ডের করোলিনা বিয়েলস্কা। প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন লেবাননের ইয়াসমিনা জায়তুন।

২৫ বছর বয়সী চেক রিপাবলিকের বাসিন্দা ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। এর আগে তিনি ‘মিস চেক রিপাবলিক’ খেতাব জয় করেছেন। মডেলের পাশাপাশি, পিসকোভা আইন এবং ব্যবসায় প্রশাসনে পৃথক ডিগ্রি অর্জন করেছেন। এ নিয়ে, চেক রিপাবলিক দ্বিতীয়বারের মতো বিশ্বসুন্দরীর মুকুট জিতেছে। এর আগে, ২০০৬ সালে তাতানা কুচারোভা প্রথম মুকুট এনে দিয়েছিলেন এই দেশকে।

ভারতে দীর্ঘ ২৮ বছর পর আবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১১৫টি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন প্রযোজক করণ জোহার ও সাবেক মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং।

প্রতিযোগিতায় বিচারকের প্যানেল ছিলেন ১২ জন। তাদের মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নাম বলিউড অভিনেত্রীরা।

এছাড়াও ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, সমাজকর্মী অমৃতা ফাদনবিস, সাজিদ নাদিয়াদওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সইদ, বিনিত জৈন। আরও ছিলেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লার। এই আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন শাম্মী ইসলাম নীলা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]