19915

05/19/2024 ইফতারের সময় মেট্রোরেলে খাবার গ্রহণ করা যাবে না

ইফতারের সময় মেট্রোরেলে খাবার গ্রহণ করা যাবে না

রাজটাইমস ডেস্ক:

১০ মার্চ ২০২৪ ১৮:৪৪

ইফতারের সময় মেট্রোরেলের ভেতরে খাবার গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, ইফতারের সময়ে কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে খাবার গ্রহণ করা যাবে না। ইফতারের সময়ের আগে-পরে কেবল ২৫০ মিলি পানীয়ের বোতল বহন করা যাবে। অন্য খাবার গ্রহণ করা যাবে না। পানির বোতল যেখানে-সেখানে ফেলা যাবে না। নির্ধারিত বিনে ফেলতে হবে। ট্রেনের ভেতরে ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।

এদিকে রমজান মাসের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন করবে না কর্তৃপক্ষ। তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]