03/17/2025 করোনায় ২৪ ঘন্টায় প্রাণহানি ১৭
রাজটাইমস ডেস্ক
২০ নভেম্বর ২০২০ ২২:০৫
বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ১৭ জনের।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমন ছড়িয়েছে আরও ২ হাজার ২৭৫ জনেে দেহে।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ১৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ৩২২ জন হয়েছে।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমন ছড়িয়েছে আরও ২ হাজার ২৭৫ জনেে দেহে। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জনে।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে ১ হাজার ৭০৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া করোনাভাইরাস দেশে প্রথম সনাক্ত হয় গত ৮ মার্চ।