19939

05/13/2024 রাজশাহীতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

রাজশাহীতে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

রাজটাইমস ডেস্ক:

১১ মার্চ ২০২৪ ১৮:১৫

রাজশাহীর বাঘায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে রিন্টু আলী (৪৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ মার্চ) রাতে উপজেলার নারায়ণপুর ক্লাব ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাশি করে কয়েকটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়। রিন্টু আলী নাটোরের লালপুর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা।

বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, এনএসআইয়ের ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরি করে রিন্টু আলী চাকরি দেওয়ার নামে একই উপজেলার গন্ডবিল গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে রেজাউল করিমের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেন। আচরণে সন্দেহ হলে পরে তাকে আরও দুই লাখ টাকা দেওয়ার কথা বলে ডেকে আনা হয়। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে জানান।

ওসি আরও বলেন, রিন্টু আলী তার অপরাধ স্বীকার করেছেন। তিনি মূলত ঢাকার কেয়া কসমেটিকস কোম্পানির ফ্লোর ম্যানেজার পদে চাকরি করেন। প্রতারণার মামলায় সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]