19964

03/16/2025 রাবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি নাবিলাহ সম্পাদক ইরফান

রাবি ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি নাবিলাহ সম্পাদক ইরফান

রাজ টাইমস ডেস্ক :

১২ মার্চ ২০২৪ ১৩:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (আরইউমুনা) এর কার্যনির্বাহী কমিটি ২০২৩-২৪ ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাবিলাহ হক সিমিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইরফান সারোয়ার জীবন।

সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের টিচারস লাউন্জে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ব্যাংকিং এন্ড ইনসুরেন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেমন্ত কুমার ভদ্র।

এসময় বিদায়ী কমিটির সভাপতি মো. মুজাহিদ তালুকদার এবং সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন এ কমিটিতে সহ-সভাপতি পদে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মো দেওয়ান বাধন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অর্পিতা ইসলাম সুচি এবং সাংগঠনিক সম্পাদক পদে অন্নেশন চাকমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসময় সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ ও বর্তমান কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]