19977

03/15/2025 রাত পোহালে প্রথম ওয়ানডে, স্কোয়াডই ঘোষণা করেনি লঙ্কানরা

রাত পোহালে প্রথম ওয়ানডে, স্কোয়াডই ঘোষণা করেনি লঙ্কানরা

রাজটাইমস ডেস্ক:

১২ মার্চ ২০২৪ ১৫:৩২

রাত পোহালেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। অথচ এখনও আনুষ্ঠানিকভাবে সিরিজের জন্য স্কোয়াডই ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এ বিষয়ে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করেন লঙ্কান হেড কোচ ক্রিস সিলভারউড। তবে সঙ্গে সঙ্গেই মনে করিয়ে দেন সংবাদ বিজ্ঞপ্তি দেয়া তার কাজ নয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সিলভারউড বলেন, ‘সত্যি বলতে আমার কোন ধারণা নেই। আমি প্রেস রিলিজ সামলাই না। আমি দুর্ভাগ্যজনকভাবে উত্তর দিতে পারছি না।'

তবে সিলভারউড জানান, চোট কাটিয়ে ফিরেছেন নিশানকা। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ডাবল সেঞ্চুরি করেন এই ব্যাটার। এছাড়া আফগানদের বিপক্ষে খেলানো বোলিং আক্রমণের দিলশান মাধুশঙ্কা, প্রমোদ মাধুশান, আসিতা ফার্নান্দোদের আছেন এই সিরিজে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com