19988

04/21/2025 ইয়েমেনে আবারও যৌথ বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও যৌথ বিমান হামলা, নিহত ১১

রাজ টাইমস ডেস্ক :

১২ মার্চ ২০২৪ ২১:৩৪

ইয়েমেনে যৌথ বিমান হামলা চালিয়ে অন্তত ১১ জনকে হত্যা করেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। এতে আহত হয়েছে আরো ১৪ জন। এদিকে, মঙ্গলবার মার্কিন জাহাজ লক্ষ্য করে আবারো হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা।

সোমবার ইয়েমেনের হোদেইদা ও রাসইসা বন্দরে ১৭ বার বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইউএস সেন্ট্রাল কমান্ডের দাবি, হুথি নিয়ন্ত্রিত এলাকায় চালানো ঐসব হামলায় অন্তত ১৮টি জাহাজ বিধ্বংসী মিসাইল ধ্বংস করেছে তারা।

এদিকে,ইয়েমেনের সামরিক গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, লোহিত সাগরে মার্কিন জাহাজ পিনোকিও লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথি যোদ্ধারা।

এতে এ পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে গেলো কয়েক মাস ধরেই লোহিত সাগরে পশ্চিমাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথি বাহিনী।

সূত্র: রয়টার্স

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]