2001

09/20/2024 ‘গোল্ডেন মনিরের’ বাসায় র‌্যাবের অভিযান: অস্ত্র-স্বর্ণ-মদ-টাকা উদ্ধার

‘গোল্ডেন মনিরের’ বাসায় র‌্যাবের অভিযান: অস্ত্র-স্বর্ণ-মদ-টাকা উদ্ধার

রাজটাইমস ডেস্ক

২১ নভেম্বর ২০২০ ২০:২৯

রাজধানী ঢাকার মেরুল বাড্ডা এলাকার স্বর্ণব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ সম্পদ অনুসন্ধানে এই অভিযান চালানোর পর মনিরকে গ্রেফতারও করা হয়েছে। 

র‍্যাব-৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে মনিরের বাসায় অভিযানে যায় র‌্যাব।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৩ এর অফিসার সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি বলেন, মনিরের বাড়ি থেকে নগদ ১ কোটি ৯ লাখ টাকা, ৪ লিটার মদ, ৮ কেজি স্বর্ণ, একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও মদের পাশাপাশি ৯ লাখ টাকা মূল্যের ১০টি দেশের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে র‌্যাব।

ফারজানা হক জানান, অস্ত্র, মাদক ও বিদেশি মুদ্রা রাখার অপরাধে মনিরকে গ্রেফতার করা হয়েছে।

ইতিমধ্যে গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করবে বলে জানিয়েছে র‍্যাব।

অভিযানে উদ্ধার হওয়া পাঁচটি গাড়ির মধ্যে তিনটি গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় সেগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরো জানায় এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে, মনিরের ১ হাজার ৫০ কোটি টাকার উপর সম্পদের তথ্য পেয়েছে তারা। বাড্ডা, নিকেতন, কেরানীগঞ্জ, উত্তরা, নিকুঞ্জে দুইশর বেশি প্লট রয়েছে তার।

এছাড়া র‌্যাবের পক্ষ আরো জানানো হয়, মনিরের বিরুদ্ধে রাজউকের সিল নকল করে ভূমিদস্যুতার একটি এবং দুদকের একটা মামলা রয়েছে।

অবৈধ এ সম্পদশালীর বিরুদ্ধে একটি রাজনৈতিক দলে ‘অর্থ জোগানদাতা’ বলেও উল্লেখ করেছে র‌্যাব।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]