03/16/2025 বিএসএফের গুলিতে আবারো প্রাণ বাংলাদেশীর
রাজটাইমস ডেস্ক
২১ নভেম্বর ২০২০ ২০:৪০
আবারো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ গেল বাংলাদেশীর। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের খাঁটিয়ামাড়ী সীমান্তে এক বাংলাদেশিকে যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত ব্যক্তি খাঁটিয়ামাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে হাসিনুর রহমান ওরফে ফকির জান (২৮) বলে জানা গেছে।
গত শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মুনতাসির বিল্লাহ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রাত ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৬২/৩ এর পাশ দিয়ে ভারতে গরু আনতে যান হাসিনুরসহ কয়েকজন। এসময় আসাম রাজ্যের হাটসিংমারী জেলার মাইনকার চর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেন।
বিএসএফের ছোঁড়া গুলি হাসিনুরের বুকে ও পেটে গুলি লাগে। পরে তার সঙ্গীরা রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।