20060

05/10/2024 ত্রাণের জন্য অপেক্ষমাণদের ওপর ইসরাইলি হামলা, ২০ ফিলিস্তিনি নিহত

ত্রাণের জন্য অপেক্ষমাণদের ওপর ইসরাইলি হামলা, ২০ ফিলিস্তিনি নিহত

রাজ টাইমস ডেস্ক :

১৫ মার্চ ২০২৪ ০৯:৪৮

গাজায় ত্রাণের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলায় অন্তত ২০ জন নিহত এবং আরো ১৫৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এই হামলার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল শিফা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ গ্রাব বলেন, এখনো হতাহত লোকজনকে সেখানে আনা হচ্ছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় কুয়েতিদের ত্রাণের জন্য অপেক্ষায় থাকা লোকজনকে টার্গেট করে ইসরাইলি দখলদার বাহিনী তাদের তৃষ্ণা মিটিয়েছে।

মন্ত্রণালয় জানায়, এত বড় বিপর্যয় ঘটেছে যে চিকিৎসকদের দলগুলোও সামাল দিতে পারছি না।

ইসরাইলি বাহিনী এই হামলার দায়দায়িত্ব অস্বীকার করেছে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণস্থলে ট্যাংক বা গোলন্দাজ বাহিনীর গোলার বিস্ফোরণের মতো শব্দ হয়েছে।

সূত্র : আল জাজিরা, সিএনএন এবং অন্যান্য

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]