04/21/2025 নওগাঁয় খুচরা দোকানে সরকারি চাল
রাজ টাইমস ডেস্ক :
১৫ মার্চ ২০২৪ ১০:৩৬
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের নতুনহাট বাজারে সৌখিন ট্রেডার্সের মালিক ছানোয়ার হোসেনের খুচরা চালের দোকানে ১১ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল মজুদ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে গিয়ে দেখা যায়, দোকান ঘরে সারিবদ্ধ করে রাখা আছে ১১ বস্তা চাল। বস্তার ওপরে লেখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নিবার্হী অফিসারকে জানানো হয়েছে।
নতুনহাট এলাকার স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম ও সাগর হোসেনসহ কয়েকজন বলেন, এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী আছেন, যারা নিয়মিত সরকারি চাল গোপনে কিনে বস্তা পাল্টিয়ে বিক্রি করে থাকেন। কম দামে কিনে বেশি দামে বিক্রি করা যায় বলে তারা এটা করেন। এভাবেই তারা তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে দোকান মালিক ছানোয়ার হোসেন বলেন, আমি তো জানি না যে এগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল। এছাড়া এটাও জানা ছিল না যে এগেুলো কিনে রাখা যাবে না।
তিনি জানান, একজন গ্রাম পুলিশ, বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিস কর্মী তার কাছে চাল বিক্রি করেছেন। এ কারণে তিনি এগুলোকে দোকানে রেখেছেন।
তিনি বলেন, পুলিশ, বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীরা এসব চাল সরকারিভাবে রেশন হিসেবে পায়। এর বেশি কিছু বলতে পারব না।
এ বিষয়টিতে উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন বলেন, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।