20126

04/21/2025 বগুড়ার শেরপুরে আগুনে পুড়ে ছাই ২ ব্যবসা প্রতিষ্ঠান

বগুড়ার শেরপুরে আগুনে পুড়ে ছাই ২ ব্যবসা প্রতিষ্ঠান

রাজ টাইমস ডেস্ক :

১৬ মার্চ ২০২৪ ২২:২৩

বগুড়ার শেরপুরে আগুনে পুড়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুণে ভস্মিভূত হওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি বগুড়া সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল কাদেরের মালিকানাধীন মটর গ্যারেজ এবং অপরটি শেরপুর পৌরশহরের উত্তরশাহাপাড়া এলাকার নিতাই চন্দ্র দাসের ছেলে শ্রী সুমন কুমার দাসের মালিকানাধীন সুমন কাঁচ ঘর। প্রতিষ্ঠানগুলোতে ট্রাক ও বাস গাড়ীর গদি, কাঁচসহ বিভিন্ন সামগ্রী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মটর গ্যারেজ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। এক পর্যায়ে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ব্যবসা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই ওই দুটি ব্যবসা প্রতিষ্ঠানের সিংহভাগ মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে সূত্রটি জানান।

মটর গ্যারেজের মালিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল কাদের জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত নয়টার দিকে গ্যারেজটি বন্ধ করে বাড়িতে যান। সকালে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি গ্যারেজে আগুন লেগেছে। আগুণে গ্যারেজে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে চার লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

জানতে চাইলে শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নাদের হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফলে সেখানে আরও পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশে বাড়িঘর ছিল সেগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]