04/21/2025 আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১
রাজ টাইমস ডেস্ক :
১৭ মার্চ ২০২৪ ১৪:১২
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৩৮ জন।
রোববার (১৭ মার্চ) সকালে দেশটির হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর মার্কিন সংবাদ সংস্থা এপির।
হেলমান্দ প্রদেশের ট্র্যাফিক কর্মকর্তা কাদরাতুল্লাহ জানান, দক্ষিণ কান্দাহার এবং পশ্চিম হেরাত প্রদেশের মধ্যবর্তী প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ সময় একটি যানের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাঙ্কারকে ধাক্কা দেয়। এতে ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়।
হেলমান্দের পুলিশ প্রধানের এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।