20139

04/21/2025 নির্বাচনে জিততে না পারলে রক্তগঙ্গা বয়ে যাবে, হুঁশিয়ারি ট্রাম্পের

নির্বাচনে জিততে না পারলে রক্তগঙ্গা বয়ে যাবে, হুঁশিয়ারি ট্রাম্পের

রাজ টাইমস ডেস্ক :

১৭ মার্চ ২০২৪ ১৪:১৪

জিততে না পারলে রক্তগঙ্গা বয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওহাইয়ো অঙ্গরাজ্যে মন্টগোমারি কাউন্টির ভান্ডালিয়া শহরে নির্বাচনী সভায় ট্রাম্প বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক দিন হিসেবে তালিকাভূক্ত হতে যাচ্ছে।

৭৭ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট অটোমোবাইল খাতের ওপর হুমকি নিয়ে কথা বলতে গিয়ে আলোচিত উক্তিটি করেন। বলেন, জিততে না পারলে রক্তগঙ্গা বইয়ে দেবেন। বর্তমান প্রেসিডেন্ট ও প্রতিদ্বন্দ্বি জো বাইডেনকে বলেছেন নির্বোধ সন্তান। ট্রাম্পের আশঙ্কা; অনুপ্রবেশ, অভিবাসন ও সহিংসতা নিয়ন্ত্রণে বাইডেন প্রশাসনের ব্যর্থতায় পরিস্থিতি এমন চলতে থাকলে অচিরেই কঙ্গোর মতো পরিস্থিতি হবে যুক্তরাষ্ট্রের।

ইউক্রেনকে সাহায্যের নামে অকাতরে অর্থ বিলিয়ে দেওয়ার সমালোচনাও করেন তিনি। বলেন, তাদেরকে এই সহায়তা ঋণ হিসেবে দেওয়া উচিত। ট্রাম্পের মতে, ইতিহাসের সবচেয়ে ভালো বিক্রেতা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রে এসে পাঁচশো থেকে ছয়শো কোটি ডলার নিয়ে যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]