20140

05/18/2024 কুমিল্লায় উল্টে গেল বিজয় এক্সপ্রেস ট্রেন, বহু হতাহতের শঙ্কা

কুমিল্লায় উল্টে গেল বিজয় এক্সপ্রেস ট্রেন, বহু হতাহতের শঙ্কা

রাজটাইমস ডেস্ক:

১৭ মার্চ ২০২৪ ১৫:০৯

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ওই ট্রেনের ১৪টি বগির মধ্যে ৯টি বগি উল্টে গিয়েছে। এতে বহু হতাহতের শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

আজ রোববার দুপুর ২টার দিকে কুমিল্লায় নাঙ্গলকোট হাসানপুর রেলওয়ে স্টেশনের আগে ঢালুয়া ইউনিয়নের তেজেরবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রামের রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান।

তিনি বলেন, ‘গরমে রেল লাইন বেঁকে যাওয়ায় বিজয় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে ৯টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দুটি উদ্ধারকারী ট্রেন নিয়ে যাচ্ছি। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।’

প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি। তবে দুর্ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে ট্রেনটির কয়েকটি বগি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম−জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বর্ধিত করার পূর্বে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করতো।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]