03/16/2025 অবন্তিকার আত্মহত্যা: জবিতে আইন বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ
রাজটাইমস ডেস্ক:
১৮ মার্চ ২০২৪ ১৬:৩১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আজও উতপ্ত ক্যাম্পাস। পালন হচ্ছে বিভিন্ন কর্মসূচি। এই ঘটনায় আগামী দুই দিন আইন বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
আইন বিভাগের চেয়ারম্যান সরকার আলী আক্কাস বলেন, অবন্তিতাকে হত্যা করা হয়েছে। এর পেছনে যারা ইন্দোন দিয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। এরপর, সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। শেষ হয় ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক কারণেই সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে কোন প্রতিকার পায় না শিক্ষকদের কাছ থেকে।