2020

03/15/2025 অসুস্থ বিএনপি নেতা মিলনকে ঢাকায় স্থানান্তর

অসুস্থ বিএনপি নেতা মিলনকে ঢাকায় স্থানান্তর

প্রেস বিজ্ঞপ্তি

২৩ নভেম্বর ২০২০ ০২:৪৯

বিএনপি জাতীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য শনিবার দিবাগত রাতে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে নেয়া হয়েছে। তিনি এখন আইসিইউ-তে আছেন।

মিলন তাঁর সুস্থতার জন্য আত্মীয়স্বজন ও দলমত নির্বিশেষে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। পরিবার ও সংগঠনের পক্ষ থেকেও সর্ব সাধারণের নিকট দোয়ার বিনীত অনুরোধ জানানো হচ্ছে।

শনিবার রাতে তাঁকে ঢাকা পাঠানোর সময় বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী ও আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হালকা জ্বর ও শরীর ব্যাথা অনুভব করায় তিনি করোনার পরীক্ষা করান। ১২ নভেম্বর বৃহস্পতিবার তাঁর পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। প্রাথমিক পর্যায়ে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা একটু খারাপ হলে পরিবারের পক্ষ থেকে তাঁকে রাজশাহী সিডিএম হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসায় তাঁর অবস্থার উন্নতি না হলে শনিবার রাতে মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।

এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]