2029

03/16/2025 ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন সাংসদ ফরিদুল হক খান

ধর্ম প্রতিমন্ত্রী হচ্ছেন সাংসদ ফরিদুল হক খান

রাজটাইমস ডেক্স

২৪ নভেম্বর ২০২০ ১৩:৪৬

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন জামালপুর-২ আসন থেকে নির্বাচিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ মো. ফরিদুল হক খান। আজ মঙ্গলবার প্রতিমন্ত্রী হিসেবে তাঁর শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।


গত ১৪ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তিনি টেকনোক্র্যাট (সাংসদ নন) কোটায় প্রতিমন্ত্রী ছিলেন। এরপর থেকে ধর্ম প্রতিমন্ত্রীর পদ শূন্য ছিল। আওয়ামী লীগের বিভিন্ন সাংসদের নাম ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে এত দিন আলোচনায় ছিল।

মো. ফরিদুল হক খান জামালপুর-২ আসন থেকে এ নিয়ে তিনবার সাংসদ নির্বাচিত হয়েছেন।

সূত্র: প্রথম আলো

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]