20326

04/17/2025 ফিলিস্তিন ফুটবল দল এখন ঢাকায়

ফিলিস্তিন ফুটবল দল এখন ঢাকায়

রাজটাইমস ডেস্ক:

২৩ মার্চ ২০২৪ ১৬:৪৫

বাংলাদেশের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ফিরতি লেগের ম্যাচ খেলতে ম্যাচ খেলতে শনিবার (২৩ মার্চ) সকালে ঢাকায় পা রেখেছে ফিলিস্তিন ফুটবল দল। এর আগে শুক্রবার রাতে দেশে ফিরে বাংলাদেশ দল। গত ২১ মার্চ প্রথম লেগে জামালদের ৫-০ গোলে হারায় ফিলিস্তিন।

যদিও বাংলাদেশ আসতে ভিসা বিড়ম্বনায় পড়েছিল ফিলিস্তিন ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং ক্রীড়া মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ভিসা নিশ্চিত হয় তাদের। যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদ এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন।

২১ মার্চ রাতে কুয়েতে বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচ খেলেছে ফিলিস্তিন। পরের দিন বিকেলে দেশের উদ্দেশে রওনা হয় জামাল-তপুরা। তবে ফিলিস্তিন দল রওনা দেয় রাতে। আজ সকাল সাড়ে নয়টার দিকে ঢাকায় পৌঁছায় ফিলিস্তিন দল।

ভ্রমণক্লান্তির কারণে কোনো অনুশীলন রাখে ফিলিস্তিন দল। অবশ্য ভ্রমণ ক্লান্তি দূর করতে আজ শনিবার (২৩ মার্চ) বিকেলে বসুন্ধরার কিংস অ্যারেনায় রিকভারি সেশন করবে বাংলাদেশ দল। আগামী ২৬ মার্চ কিংস অ্যারেনায় মুখোমুখি হবে বাংলাদেশ-ফিলিস্তিন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]