20338

04/21/2025 ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে

ঈদ যাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু, শতভাগ অনলাইনে

রাজ টাইমস ডেস্ক :

২৪ মার্চ ২০২৪ ১০:২৩

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। যা চলবে ৩০ মার্চ পর্যন্ত। আগামী ১১ এপ্রিল ঈদের দিন ধরে এই টিকিট বিক্রি শুরুর দিন নির্ধারণ করা হয়েছে।

শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করা যাবে। কালোবাজারি রোধে সহজ ডটকম যেন টিকিট ব্লক করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হয়েছে।

রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকেট বিক্রি শুরু হয়েছে। দুপুর ২টা থেকে রেলওয়ের পূর্বাঞ্চলের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে।

আজ বিক্রি হচ্ছে ৩ এপ্রিলের টিকিট। ২৫ মার্চ সোমবার দেওয়া হবে ৪ এপ্রিলের, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের , ২৭ মার্চ ৬ এপ্রিলের, ২৮ মার্চ ৭ এপ্রিলের, ২৯ মার্চ ৮ এপ্রিলের এবং ৩০ মার্চ ৯ এপ্রিলের আগাম টিকিট দেওয়া হবে।

এছাড়া ৩ এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]