2036

09/20/2024 জামিন পেলেন ফটো সাংবাদিক কাজল

জামিন পেলেন ফটো সাংবাদিক কাজল

রাজটাইমস ডেস্ক

২৪ নভেম্বর ২০২০ ২১:০৩

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার হওয়া ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল হাইকোর্টে জামিন পেয়েছেন।

এর আগে কাজলের জামিন প্রশ্নে করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ কাজলের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (২৪ নভেম্বর) তাকে জামিন দেন।

কাজলের পক্ষে রিট আবেদনে শুনানী করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।

প্রসঙ্গত, নরসিংদীর আলোচিত যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার ওয়েস্টিন হোটেলকেন্দ্রিক কারবারে ‘জড়িতদের’ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে গত ৯ মার্চ ঢাকার শেরেবাংলা নগর থানায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এই মামলা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

এমপি বাদী হয়ে করা ওই মামলায় শফিকুল ইসলাম কাজলকেও আসামি করা হয়। প্রায় দুই মাস নিখোঁজের পর গত ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেফতার করে বিজিবি।

এর আগে গ্রেফতার কাজল গত ২৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতো জামিন আবেদন করলে তা নাকচ হয়। পরে তিনি ৮ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করেন। আজ শুনানি শেষে আদালত জামিন দেন। 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]