20407

05/09/2024 ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেলো টাইগ্রেসরা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেলো টাইগ্রেসরা

রাজ টাইমস ডেস্ক :

২৭ মার্চ ২০২৪ ১৪:২৭

ঘরের মাঠে আজ লজ্জা এড়ানোর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল টাইগ্রেসদের। শেষ ওয়ানডেতে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেলো স্বাগতিকরা।

মান বাঁচানোর ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় অল্পেই গুটিয়ে যায় তারা। লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত জয় পেয়েছে অজি মেয়েরা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২৬.২ ওভারে ৮৯ রান সংগ্রহ করতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের সহজ জয় পায় অ্যালিসা হেলির দল।

লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু পায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। তাদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অ্যালিসা হেলি ও লিচফিল্ড। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন দুজন। নিজেদের পরিকল্পনায় সফলও হয়েছে তারা।

ম্যাচের নবম ওভারে লিচফিল্ডকে (১২) সাজঘরে ফেরান সুলতানা। এতে ভেঙে যায় ৪৩ রানের উদ্বোধনী জুটি। এরপর উইকেটে আসেন এলিসা পেরি। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নেন হেলি।

পরে অবশ্য দুর্দান্ত ব্যাট করতে থাকা হেলির উইকেট শিকার করেন রাবেয়া খান। আউট হওয়ার আগে ৩৩ রান করেন অজি দলপতি।

শেষ মুহূর্তে বেথ মুনিকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন পেরি। দলকে জেতানোর পথে ২৭ রানে পেরি ও ২১ রানে অপরাজিত ছিলেন মুনি।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ফারজানা হক ও সুমাইয়া আক্তার। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়ে ফিরেছেন দু'জনেই।

উইকেটে থিতু হয়ে লড়াইয়ের চেষ্টা করলেও সফল হতে পারেননি টাইগ্রেস দলপতি নিগার সুলতানা (১৬)। এদিন ব্যাট হাতে দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি স্বাগতিকদের ৭ জন ব্যাটার।

যদিও শেষ মুহূর্তে সুলতানা (১০) মারুফা আক্তারের অপরাজিত ১৫ রানে ৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন কিম গার্থ ও অ্যাশলেঘ গার্ডনার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]