2046

04/16/2025 মাদক সেবনের অভিযোগে দুর্গাপুরে দুই যুবক আটক

মাদক সেবনের অভিযোগে দুর্গাপুরে দুই যুবক আটক

রাজটাইমস ডেস্ক

২৫ নভেম্বর ২০২০ ০১:০৮

মাদক সেবনের অভিযোগে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটকৃকৃত দুই যুবক উপজেলা পৌর যুবদলের (অ্যাডহক) কমিটির আহব্বায়ক মোশাররফ হোসেন (৪০) ও পৌর সৈনিক লীগের সভাপতি বদরুল আলমকে (৩৫) বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুে ১২টার দিকে দুর্গাপুর পৌর এলাকার বহরমপুর গ্রামের একটি পরিত্যক্ত মুরগির ফার্মের পাশে টিনসেড ঘরে থেকে ইয়াবা সেবনের সময় তাদের হাতেনাতে আটক করে পুলিশ।

দুই যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) হাসমত আলী।

ওসি হাসমত আলী জানান, দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনকারী মোশাররফ ও বদরুল পৌর এলাকার বহরমপুর গ্রামের একটি পরিত্যক্ত মুরগির ফার্মের পাশে টিনসেড বসে ইয়াবা সেবন করছিল। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাহিনুর রহমান অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তাদের দু জন হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থেকে ইয়াবা সেবনের সরঞ্জাদি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপর জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]