20481

03/14/2025 পদ্মার দুর্গম চর থেকে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

পদ্মার দুর্গম চর থেকে তিন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

রাজটাইমস ডেস্ক:

৩০ মার্চ ২০২৪ ১৫:৫২

রাজশাহীর পদ্মা নদীর ওপারে ভারতীয় সীমান্ত সংলগ্ন দুর্গম চর চরমাঝারদিয়াড় থেকে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তার সাতজন হলেন—রিপন শেখ (২৮), ফারুক হোসেন (২৬), মনিরুল ইসলাম (৩৫), হাবিবুর রহমান হাবিব (২৮), নাইম শেখ (২০), রাজীব ওরফে রাজিম (২৫) ও মো. মুসা (২৬)। সবার বাড়ি চরমাঝারদিয়াড় গ্রামে। এদের মধ্যে প্রথম তিনজন সাজাপ্রাপ্ত আসামি।

আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম জানান, পদ্মা নদীর ওপারে দুর্গম চরে এদের বাড়ি হওয়ার কারণে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। অবশেষে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত অভিযান চলে। আজ দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]