03/15/2025 ইফতারের খরচ বাঁচিয়ে দুস্থদের পাশে বিজিবি
রাজটাইমস ডেস্ক:
৩১ মার্চ ২০২৪ ১৬:৪৪
নিজেরা ইফতারের খরচ বাঁচিয়ে এলাকার দুস্থ রোজাদারের হাতে ইফতার ও ঈদসামগ্রী উপহার হিসেবে তুলে দিয়েছেন বিজিবি সদস্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে ইফতার পার্টি না করে সেই টাকা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।
শনিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ানে আশপাশের গ্রামের দুস্থ রোজাদারের মাঝে ইফতারি ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান। আরও উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিজিবিএম লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ও ব্যাটালিয়ানের অন্যান্য কর্মকর্তাসহ বিজিবির সব স্তরের সদস্যরা।
প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবসেবা কার্যক্রম পরিচালনা করেন।
রহনপুর ব্যাটালিয়ানের (৫৯ বিজিবি) সদস্যরা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ইফতার পার্টি না করে বাঁচানো টাকা দিয়ে ইফতার ও ঈদসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পাশে। বিজিবি সদস্যদের মানবিক কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।
এর আগে তিনি রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযানে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ধ্বংসকরণের উদ্বোধন করেন।
মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহীদ, সোনা মসজিদ কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার নূরু-উদ্দিন ও অন্যান্য কর্মকর্তারা।
এতে ১ মার্চ ২৩ হতে মার্চ ২০২৪ পর্যন্ত জব্দ হাওয়া প্রায় ৬৩ কোটি টাকার মাদক ধ্বংস করা হবে। এ সময় ১১৩ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে ৫৯ বিজিবি।