20518

03/15/2025 পাবনায় অপহরণের অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

পাবনায় অপহরণের অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

রাজটাইমস ডেস্ক:

৩১ মার্চ ২০২৪ ১৮:০৯

পাবনার আটঘরিয়ায় অপহৃত সাব্বির হোসেনকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) আটঘরিয়া বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৩১ মার্চ) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর এলাকার ধলেশ্বর মহল্লার রোমজান আলীর ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু (৩০), আটঘরিয়া কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ও আটঘরিয়ার বাজার এলাকার হোসেন আলীর ছেলে মনিরুল (২৮) ও ধলেশ্বর গ্রামের গোলজার আলীর ছেলে ইমরান (২৩)।

আটঘরিয়া থানার ওসি (তদন্ত) আব্দুল করিম জানান, আটঘরিয়ার নওদাপাড়া গ্রামের রায়হান আলী পার্শ্ববর্তী গ্রামের আক্তার হোসেনের কাছে ৫০ হাজার টাকা পেত। এই টাকা উদ্ধারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের দায়িত্ব দেন তিনি। শনিবার ছাত্রলীগ নেতা মনিরুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা নুরু, ইমরানসহ বেশ কয়েকজন যুবক আক্তারের ছেলে সাব্বির হোসেনকে বেরুয়ান গ্রাম থেকে অপহরণ করে। বিষয়টি ৯৯৯ ফোন করে জানানো হলে আটঘরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত সাব্বিরকে উদ্ধার ও ওই তিনজনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় আক্তার হোসেন বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি চাঁদাবাজি ও অপহরণ মামলা হয়েছে।

এ বিষয়ে আটঘরিয়া থানার ওসি হাদিউল ইসলাম জানান, ৬ আসামিদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]