03/15/2025 আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা
রাজটাইমস ডেস্ক
২৫ নভেম্বর ২০২০ ১৯:০০
দলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার দীর্ঘ এক বছর পর ধর্মবিষয়ক সম্পাদকের পদে নিয়োগ দিল আওয়ামী লীগ। নতুন এই পদে নিয়োগ পেয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেষ হাসিনা তার এই পদের মনোনয়ন অনুমোদন করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেঁর।
গেল বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে দলের ২১তম কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।