20572

04/06/2025 পাবনায় পেঁয়াজের পাইকারি বাজারে ধস, আমদানিতে ক্ষুব্ধ কৃষক

পাবনায় পেঁয়াজের পাইকারি বাজারে ধস, আমদানিতে ক্ষুব্ধ কৃষক

রাজটাইমস ডেস্ক:

৩ এপ্রিল ২০২৪ ১৫:১৯

পেঁয়াজের জেলা হিসেবে পরিচিত পাবনায় আবারও দাম কমেছে। ভারত থেকে আমদানি হওয়ার খবরে এক দিনের ব্যবধানে পাইকারি হাটে মণপ্রতি দাম কমেছে ৫০০–৬০০ টাকা। এতে হতাশ হয়ে পড়েছেন চাষিরা।

আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার হাজিরহাটে প্রতি মণ পেঁয়াজ পাইকারি বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১১০০ টাকায়, আর খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আগের দিন সোমবার একই উপজেলার পুষ্পপাড়া হাটে পাইকারিতে দাম ছিল দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ টাকা মণ। দুই সপ্তাহ আগে পেঁয়াজের বাজারদর ছিল প্রতি মণ ২ হাজার থেকে ২২০০ টাকা। তারও দুই সপ্তাহ আগে ছিল ২৮০০–৩২০০ টাকা মণ। অর্থাৎ এক মাসের ব্যবধানে পাইকারিতে প্রতি মণ পেঁয়াজের দাম কমেছে প্রায় ২ হাজার টাকা।

হাজিরহাটে পেঁয়াজ বিক্রি করতে আসা আটঘরিয়ার কৃষক আরিফুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহ আগেও এই হাটে পেঁয়াজ বিক্রি করেছি ১৬০০ টাকা মণ। আর আজকে এসে দেখতিছি ১ হাজার থেকে ১১০০ টাকা মণ। ইডা কোনো কথা হইল কন?’

আরেক কৃষক সদর উপজেলার মালঞ্চি এলাকার জাহের আলী বলেন, ‘১ হাজার টাকা মণ দরে পেঁয়াজ বেচলি কিছু থাকতিছে না, লস হচ্ছে। খরচই পড়ে ১৫ হাজার টাকার ওপরে। ২ হাজার টেকা মণ বেচলি কিছু থাহে। ইন্ডিয়ার পেঁয়াজ আনার আর টাইম পাইল লায়। যহনই কৃষক ইট্টু পেঁয়াজের দাম পাবের লাগে, তহনই ইন্ডিয়ার পেঁয়াজ আমদানি করা লাগে কী জন্যি বুঝি না।’

এ নিয়ে কথা হয় পাইকারি ব্যবসায়ী মনিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের কী করার আছে কন? ভারত থেকে পেঁয়াজ আমদানি হইছে। বাজারে পেঁয়াজ বেশি। এ জন্যি দাম কইমে গেছে। আবার কখন দাম বাড়বি ঠিক নাই। আর ইডা মনে হয় নিয়মই হয়া গ্যাছে। ভারত থেনে পেঁয়াজ আনলি দাম কমে, আর আনা বন্ধ করলি দাম বাড়ে।’

এদিকে খুচরা বাজারে এখনো আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। আজ বিকেলে পাবনার বড় বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি বিক্রি হয়েছে প্রকারভেদে ৫৫–৬০ টাকায়।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান বলেন, সরকার মাঝেমধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। এটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তার প্রভাব পাইকারি ও খুচরা বাজারে পড়ে, দাম কমে যায়। আবার অনেক সময় হাটবাজারে পেঁয়াজের আমদানিও বেড়ে যায়। এসব নানা কারণে পেঁয়াজের বাজার ওঠানামা করে। তবে কৃষক পেঁয়াজ সংরক্ষণ করতে পারলে ভালো দাম পাবেন।

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হালি বা মূল সময়ে পেঁয়াজের আবাদ হয়েছে ৫৩ হাজার ২৭৫ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৬০ হাজার টন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]