20601

04/21/2025 এক সঙ্গে চার কন্যার জন্ম লাম, মীম, নুন ও জীম

এক সঙ্গে চার কন্যার জন্ম লাম, মীম, নুন ও জীম

রাজ টাইমস ডেস্ক :

৪ এপ্রিল ২০২৪ ২০:২৪

এক সঙ্গে চারটি কন্যা সন্ত্রানের জন্ম দিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের গৃহবধু সোনিয়া পারভীন (২৪)। তাদের নাম রাখা হয়েছে লাম, মীম, নুন ও জীম।

বুধবার (৩ মার্চ) দুপুরে শাহজাদপুর বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ইসলামিয়া হাসপাতালে অস্ত্রপাচারের মাধ্যমে চারটি কন্যা সন্ত্রানের জন্ম দেন তিনি।

সোনিয়া পারভীন জেলার শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল খুকনী ইউনিয়নের ব্রামনগাছা গ্রামের গৃহবধূ। তার স্বামী সবুজ পেশায় ভ্যানচালক। তাদের সংসারে এক সঙ্গে চার সন্তান জন্ম হওয়ার খবরে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় দেখা গেছে । হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, মা ও নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক এম আর তালুকদার মুজিব জানিয়েছেন, চারটির বাচ্চার মধ্যে একজনের ওজন একেবারেই কম। সেই শিশুসহ সবাই অবজারবেশনে রাখা হয়েছে। গৃহবধূর সোনিয়ার নবজাতক চার কন্যা ছাড়াও ১১ মাস বয়সী আরেকটি কন্যা সন্তান রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]