03/14/2025 রাজশাহীর ধর্ষণ মামলার আসামি নাটোরে গ্রেপ্তার
রাজটাইমস ডেস্ক:
৫ এপ্রিল ২০২৪ ১৬:১৫
রাজশাহীর একটি ধর্ষণ মামলার আসামিকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে নাটোর সদর উপজেলার কানাইখালী শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মামুন (২৫)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামে তাঁর বাড়ি। আজ শুক্রবার সকালে র্যাব-৫-এর নাটোর ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ১০ ফেব্রুয়ারি এক কিশোরী বাড়ির পাশের ভুট্টাখেতে ঘাস কাটতে যায়। সেখানে ঘাস কাটতে গিয়ে সাদ্দাম হোসেন নামের এক যুবক ওই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনাটি দেখে ফেলেন মামুন। এ সময় মামুনও ওই কিশোরীকে ধর্ষণ করেন।
ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকে দুই আসামি আত্মগোপনে চলে যান। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র্যাবের কাছে অধিযাচনপত্র দেন। এর পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মামুনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।