20684

04/21/2025 বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে বস্তাভর্তি ধারালো অস্ত্র উদ্ধার

বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে বস্তাভর্তি ধারালো অস্ত্র উদ্ধার

রাজ টাইমস ডেস্ক :

৯ এপ্রিল ২০২৪ ১৯:১৪

বগুড়ার শেরপুরে পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকায় করতোয়া নদীতে মাছ ধরতে নেমে মাছে পরিবর্তে সন্ধান মেলে এক বস্তা ধারল অস্ত্রের।

খবর পেয়ে মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ধারালো অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ধারল অস্ত্রো গুলো হলো: ২টি চায়নিজ কুড়াল, ২টি বার্মিজ চাকু, ৪টি মাঝারি ধারাল ছোরা, ১টি চাপাতিসহ দেশীয় ছোট-বড় ২৬টি চাকুসহ মোট ৩৫টি অস্ত্র।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মাছ ধরার জন্য চার-পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে নামে। এ সময় একজনের পায়ের নিচে বস্তাটি পরে। তখন তারা কয়েকজন ওই প্লাস্টিকের বস্তা নদীর কিনারে তুলে আনে। নদীর কিনারে তুলে বস্তার বাঁধা মুখ খুললে ভেতরে ধারালো অস্ত্রগুলো পাওয়া যায়। পরে পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলি উদ্ধার করে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, কোনো অপরাধী চক্র নদীতে যখন বেশি পানি ছিল তখন তারা ফেলে রেখেছিল। নদীতে পানি শুখিয়ে যাওয়ায় কিশোররা মাছ ধরা বা খেলাধুলা করতে ওই অস্ত্রের বস্তাটি পায়। তবে যদি কেউ অস্ত্র করতোয়া নদীতে লুকিয়ে রাখে। তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]