20755

03/15/2025 ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সিদ্ধান্ত নিতে পারেনি ইসরায়েলি মন্ত্রিসভা

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সিদ্ধান্ত নিতে পারেনি ইসরায়েলি মন্ত্রিসভা

রাজটাইমস ডেস্ক:

১৫ এপ্রিল ২০২৪ ১৯:১২

পাল্টা হামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার (১৫ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে বসেছিলো ইসরায়েল। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে সেই বৈঠক। এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি পাল্টা হামলায় যোগ দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে।

হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করে বলেছে, তারা ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় যোগ দেবে না।

রবিবার বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘খুব সাবধানে এবং কৌশলগতভাবে চিন্তা করার’ অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করবে, তবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়ায় অংশ নেবে না।

গত সপ্তাহে সিরিয়ায় ইরানের দূতাবাস প্রাঙ্গণে ইসরায়েলি হামলার পর পাল্টা হামলা হিসেবে শনিবার ইসরায়েলে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

সূত্র: বিবিসি, দ্য টেলিগ্রাফ

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]