20784

04/18/2025 বগুড়ায় ধূমপান করতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

বগুড়ায় ধূমপান করতে নিষেধ করায় স্কুলছাত্রের আত্মহত্যা

রাজটাইমস ডেস্ক:

১৬ এপ্রিল ২০২৪ ২১:০৬

বগুড়ার শিবগঞ্জে ধূমপান করতে নিষেধ করায় অভিমান করে সাহেদুজ্জামান সিয়াম (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার পিরব ইউনিয়নের চাঁপাচিল গ্রামে এ ঘটনা ঘটে।

সিয়াম ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে ও স্থানীয় কিফাতুল্লাহ তুরাফ আলী কিন্ডারগার্টেন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

সিয়ামের স্বজন গাজীউল হক জানান, কিছুদিন ধরে সিয়াম ধূমপান করতে শুরু করে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে ধূমপান করতে নিষেধ করে। এতে অভিমান করে সিয়াম সোমবার দিবাগত রাতে নিজ শয়নকক্ষে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, পরিবারের ওপর অভিমানে সিয়াম আত্মহত্যা করেছে। নিশ্চিত হওয়ার জন্য মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার দায়ের করা হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]