04/11/2025 করোনায় ২৪ ঘন্টায় প্রাণহানি ৩৭
রাজটাইমস ডেস্ক
২৬ নভেম্বর ২০২০ ২২:৫৭
বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ৩৭ জনের। ফলে তাদের নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয় হাজার ৫২৪ জন।
গত ২৪ ঘন্টায় ভাইরাসটি সংক্রমন ছড়িয়েছে আরও ছয় হাজার ৫২৪ জনের দেহে। ফলে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৫৬ হাজার ৪৩৮ জনে।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে দুই হাজার ২৭৪ জন রোগী। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল তিন লাখ ৭১ হাজার ৪৫৩ জনে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম সনাক্ত হয় গত ৮ ই মার্চ। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদফতর।