2089

04/05/2025 ঋত্বিক অক্ষয় রজনীকান্ত যদুনাথের বাড়ি সংরক্ষণ আশ্বাস সরকারের

ঋত্বিক অক্ষয় রজনীকান্ত যদুনাথের বাড়ি সংরক্ষণ আশ্বাস সরকারের

রাজটাইমস ডেস্ক

২৭ নভেম্বর ২০২০ ০১:০৭

এক সময়ের চলচ্চিত্র জগতের পুরোধা রাজশাহীর চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটক, প্রখ্যাত ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্রেয়, স্যার যদুনাথ সরকার এবং কবি রজনীকান্ত সেনের বাড়ি সরকারের সংরক্ষণ করার ইচ্ছার কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঋত্বিক কুমার ঘটক, অক্ষয় কুমার মৈত্রেয়, কবি রজনীকান্ত সেন ও স্যার যদুনাথ সরকারের বাড়ির সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এ বাড়িগুলো যেন দ্রুত সংরক্ষণের ব্যবস্থা করা হয় সে জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে।

পাশাপাশি, তিনি রাজশাহীর সাংস্কৃতিক ব্যক্তিদের দীর্ঘদিনের দাবি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির সামনে একটি মুক্তমঞ্চ করার দাবির ব্যাপারে আশ্বস্ত করেন। তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে এ মুক্তমঞ্চ যেন হয় সেটির ব্যবস্থাও আমি করব।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদ, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলার সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কামারুল্লাহ সরকার, বাংলাদেশ যাত্রা ফেডারেশন জেলার সভাপতি গোলাম মোর্শেদ, রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]