04/16/2025 করোনায় আরও একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২০ ২০:১৮
রাজশাহী বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগের বগুড়ায় মৃত্যু হয় তার। শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে বিভাগের আট জেলায় এখন পর্যন্ত করোনায় ৩৩৯ জনের মৃত্যু হলো। বিভাগে এ পর্যন্ত সর্বোচ্চ ২০৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছে রাজশাহীতে। বৃহস্পতিবার বিভাগে নতুন ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
এর বাইরে চাঁপাইনবাববগঞ্জে ১৪ জন, নওগাঁয় ২৪ জন, নাটোরে ১২ জন, জয়পুরহাটে সাতজন, সিরাজগঞ্জে ১৪ জন এবং পাবনায় ১০ জনের মৃত্যু হয়েছে।