04/19/2025 ১০ কোটি টাকার অনিয়ম: অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখা ব্যবস্থাপকসহ গ্রেপ্তার ৩
রাজটাইমস ডেস্ক:
২৬ এপ্রিল ২০২৪ ১৪:১৭
১০ কোটি টাকার অনিয়মের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংকের কাশিনাথপুর শাখার ব্যবস্থাপকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় অফিস থেকে পাঁছ সদস্যের অডিট টিম সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর শাখায় অডিটে যান। অডিটে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার আর্থিক অনিয়ম ধরা পড়ে।
এ বিষয়ে ওই শাখার ব্যবস্থাপক (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফরের বিরুদ্ধে সাঁথিয়া থানায় অভিযোগ দেয় অডিট টিম। পরে পুলিশ গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে তাঁদের তিনজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আর্থিক অনিয়মের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে দুদক আইনগত পদক্ষেপ নেবে।