04/21/2025 চাঁপাইনবাবগঞ্জে পাওয়ার টিলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজ টাইমস ডেস্ক :
২৭ এপ্রিল ২০২৪ ১৯:৩৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইট বোঝাই পাওয়ার টিলারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মিন্টু রহমান (৭০) জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষীপুর চর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।
আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে দুর্লভপুর ইউনিয়নের রুহুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পাওয়ার টিলার চালক দুর্লভপুর ইউনিয়নের কালুপুর পাইকারটোলা গ্রামের সাইদুর রহমানের ছেলে রেজাউল করিম ওরফে কারেন পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।